দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি সাংসদ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক পরামর্শদাতা এমপি রেণুকাচার্য বলেছেন, ‛মসজিদে নামাজের বদলে অস্ত্র সংগ্রহ করে মুসলমানরা।’
তিনি বলেন, ‛এমন কিছু দেশদ্রোহী আছেন যারা মসজিদে বসে ফতোয়া লেখেন। তারা নামাজের পরিবর্তে মসজিদের ভিতরে অস্ত্র সংগ্রহ করেন। এই কারণেই কি আপনি মসজিদ চান? আমি তাই মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের উন্নয়নে ব্যবহার করতে দ্বিধা করি না। আমরা কেন্দ্রে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের প্রয়োজনে খরচ করব।’
তিনি হুমকির সুরে বলেন, ‛মুসলিমদের তাদের জায়গাতেই রেখে দেব এবং দেখাবো রাজনীতি কি জিনিস।’ মুসলিমদের বিরুদ্ধে এহেন বিতর্কিত মন্তব্যের জন্য জোর সমালোচনার মুখে পড়েছেন এমপি রেণুকাচার্য। তবে এই প্রথম নয়, এর আগেও কর্ণাটকের সংখ্যালঘুদের উদ্দেশ্য বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন বিজেপি সাংসদ রেণুকাচার্য।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন