Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তবলীগের দোষ খুঁজছেন দূরবীন দিয়ে? এদিকে ভিড় জমিয়ে জন্মদিনের পার্টি করলেন বিজেপি নেতা!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির নিজামুদ্দিনে তবলীগ জামাতের জমায়েত নিয়ে উত্তাল গোটা দেশ। দেশের তাবড় তাবড় মিডিয়া হাউসগুলোর পাশাপাশি একশ্রেণীর বিচ্ছিন্নতাবাদী মনোভাব পোষনাকরি মানুষ যখন দূরবীন দিয়ে তবলীগ জামাতের দোষ খুঁজতে ব্যস্ত। করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তখন এসব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে নিজের জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম জয়রাম।

শুক্রবার এই বার্থডে পার্টির আয়োজন করেন তিনি। কয়েকশো সমর্থক ও বন্ধু-বান্ধব নিয়ে বিশাল এক চকোলেট কেক কাটেন তিনি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেই কেকের টুকরো সবাইকে পাস করেন জয়রাম, তাদের মধ্যে অনেক ছোট বাচ্চাও রয়েছে। কেক কাটার পর সবাইকে বিরিয়ানিও খাওয়ান বিজেপি নেতা। কর্নাটকের তুমাকুরু জেলার তুরুভেকেরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এম জয়রাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ হেন দায়িত্বজ্ঞানহীন আচরণে নানা প্রশ্ন উঠেছে।

Leave a Reply

error: Content is protected !!