Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

শিক্ষায় কোপ বিজেপির! পাঠ্যসূচি থেকে বাদ সংবিধান, টিপু সুলতান, নবী মুহাম্মদ ও যিশু খ্রিস্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিলেবাস থেকে টিপু সুলতান, হায়দার আলি, মহীশূরের ঐতিহাসিক ঘটনা বাদ দিল কর্নাটকের শিক্ষা সংক্রান্ত পাবলিক ইনস্ট্রাকশন দফতর। কোভিড-১৯’এর কারণে কয়েক মাস যাবৎ স্কুল বন্ধ। তাই স্কুল সিলেবাসের ৩০ শতাংশ বোঝা কমানোর কথা বলা হয়েছে সরকারি দফতর থেকে। আর সেই সুযোগে টিপু সুলতানের অধ্যায়েই ঝোপ বুঝে কোপ মেরেছে কর্তৃপক্ষ।

সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ের একটি সেকশন যেখানে টিপু সুলতান, হায়দার আলিদের আলোচনা ছিল, তা বাদ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায়। দশম শ্রেণির একটি অধ্যায় থেকেও একই ভাবে বাদ পড়েছেন তাঁরা। বিজেপির দীর্ঘদিনের দাবি কি এবার প্রকারান্তরে মেনে নিল সিলেবাস কমিটি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শুধু টিপু সুলতানেই ক্ষান্ত হয়নি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, ড্রাফটিং কমিটি সংক্রান্ত পঠন বিষয়গুলিও বাদ গিয়েছে এবারের সিলেবাস থেকে। উড়িয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণির নবী মুহাম্মদ সা. এবং যিশু খ্রিস্ট সংক্রান্ত অধ্যায়ও।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!