দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন দেশে খুন, ধর্ষণ বেড়েই চলেছে। ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে খুন, ধর্ষণ মহিলাদের ওপর অত্যাচার শতাংশ আরও বেড়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গুলিতে। এই পরিস্থিতিতে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেছে কর্ণাটক হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়, ‘ধর্ষণ কেবল মেয়েদের ওপর অত্যাচার নয়, সমাজের বিরুদ্ধে একটি অপরাধ।’
বিচারপতি বি ভীরাপ্পা ও বিচারপতি কে নটরঞ্জনের ডিভিশান বেঞ্চ এদিন ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারাকে ফের পরিবর্তন করার সুপারিশ করেন। আদালত সূত্রে আইনবিভাগ ও কেন্দ্রীয় সরকারের কাছে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার সঙ্গে মৃত্যুদণ্ডকেও যোগ করার আর্জি জানানো হয়।