দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। কাশ্মীরের রামবন জেলায় পুলিশের গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন। আজ সকালে জম্মু কাশ্মীরের পৃথক তিনটি স্থানে বন্দুকযুদ্ধ ও গ্রেনেড হামলার ঘটনাও ঘটেছে।
রামবনে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। জম্মু অঞ্চলে দায়িত্বরত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দর আনন্দ বার্তাসংস্থা পিটিআইকে বলেন, আমরা বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসীকে হত্যা করেছি। অভিযান শেষ হয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর এক সদস্যও মারা গেছেন।
এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর মহাসড়কে সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাসীদের একটি দল যাত্রীবাহী একটি বাস ছিনতাইয়ের চেষ্টা করে। পরে শ্রীনগর মহাসড়কের রামবনে পুলিশের সঙ্গে ওই সন্ত্রাসীদের গোলাগুলি হয় দুপুর সাড়ে ১২টার দিকে।