Monday, February 24, 2025
দেশফিচার নিউজ

‘কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে, দম বন্ধ হয়ে আসছে’ : ইউসুফ তারিগামি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করলেন জম্মু-কাশ্মীরের সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে এদিন মন্তব্য করেন ইউসুফ তারিগামি।

নয়াদিল্লির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একে স্বাভাবিক অবস্থা বলে? ৪০ দিনের বেশি মোবাইল-ইন্টারনেট বন্ধ করে রাখাটা স্বাভাবিক? দিল্লি বা অন্য কোনও শহরে সাত দিনের জন্য এমন করে দেখুন, কী অবস্থা হয়! হাসপাতালে কিভাবে চিকিৎসা পাওয়া যায়! স্কুলের শিশুদের কী অবস্থা হয়! আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে।’

তারিগামি আরও বলেন, ‘কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে। দম বন্ধ হয়ে আসছে। ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের ঐক্যের ভিতেই ঘা পড়ে গেছে। আমি তো বিদেশি নই। ফারুক আবদুল্লাহ বা অন্য নেতারা তো সন্ত্রাসী নন। কিন্তু আমাদের তো সন্ত্রাসবাদীদের মতো করে দেখানো হচ্ছে! মানুষকে কারাবন্দি করে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে, দৈনন্দিন জীবনধারনের পথ রুদ্ধ করে আদৌ কি কাশ্মীরবাসীর বিশ্বাস অর্জন করা সম্ভব?’

Leave a Reply

error: Content is protected !!