Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কাটল জট, ১০১টি আসনে লড়বে বামেরা, কংগ্রেস ৯২! কিছুই যায় আসে না, বলছে তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে লড়ার প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলল জোটসঙ্গী বামফ্রন্ট এবং কংগ্রেস। বৃহস্পতিবার বিধান ভবনে বৈঠকের মোট ২৯৪টি আসনের ১০৩টিতে কে ক’টা প্রার্থী দেবে তা স্থির হয়েছে। ২০১৬-র নির্বাচনের মতোই ৯২টি আসনে লড়বে কংগ্রেস এবং ১০১টি আসনে বাম। বাকি ১০১টি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১ ফেব্রুয়ারির মধ্যেই। ২৮ ফেব্রুয়ারি ব্রিগ্রেডে বিশাল জনসভা দিয়ে শুরু হবে বাম-কং জোটের নির্বাচনী প্রচার।

এই নিয়ে তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি, বলেন তাঁর দলের এতে কিছুই এসে যায় না। তৃণমূল যেমন বিজেপির বিরুদ্ধে লড়বে, তেমন বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধেই লড়বে। আসন কমার ভয় নেই, বরং আসন বাড়বে বলে বিশ্বাস সৌগতর। তিনি বলছেন, ‘গত লোকসভা নির্বাচনে বামেরা তো প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছিল। দেখা যাক, এই জোটে যদি কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে পারে।’

প্রসঙ্গত, বামফ্রন্ট এবং কংগ্রেসের আগের বৈঠকে আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি রেখেছিল কংগ্রেস। কিন্তু বামেরা তাতে রাজি হয়নি। তাদের, অনেকগুলো শরিকি দল রয়েছে তাদের, প্রত্যেকেই নির্বাচনে টিকিট পাওয়ার আশায় বসে আছে। তাই বেশিরভাগ আসনে লড়বে লাল শিবিরই।

 

 

Leave a Reply

error: Content is protected !!