Monday, December 23, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কাঠুয়া, উন্নাওয়ের পুনরাবৃত্তি! হাথরসে ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে সভা বিজেপি নেতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত চার যুবকের সমর্থনে এবং তাদের নির্দোষ দাবি করে নিজের বাড়িতেই একটি সভার আয়োজন করেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক রাজবীর সিং পেহলওয়ান। রাজবীর সিং পেহলওয়ান আগেই দাবি করেছিলেন, এই মামলায় অভিযুক্ত সন্দেহে যুবকদের ফাঁসানো হয়েছে। তাঁর দাবি ছিল, হাথরসের সাংসদ রাজবীর সিং দিলের এবং তাঁর মেয়ে মঞ্জু ব্যক্তিগত শত্রুতার জন্য অভিযুক্তদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে।

কাঠুয়া গণধর্ষণ কাণ্ড, উন্নাওয়ের ধর্ষণ কাণ্ডের পরও ঠিক এমনই হয়েছিল। স্থানীয় নেতারা ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে সভার আয়োজন করেছিলেন। এমনকী এলাকায় মিছিল বেরিয়েছিল। এবারও সেই একই রকম কাণ্ড উত্তরপ্রদেশের হাথরাসে ঘটল। এই বৈঠকে অভিযুক্তদের পরিবারের সদস্যরা ছিলেন। এমনকী তথাকথিত উচ্চবর্গের বহু মানুষ এই সভায় অভিযুক্তদের সমর্থন যোগাতে হাজির ছিলেন। সভার আয়োজকরা দাবি করেন, পুলিশকে জানিয়ে তাঁরা সব আয়োজন করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!