দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে কউন বনেগা ক্রোড়পতি এবং শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়েছে। তার বিরুদ্ধে লখনউতে এফআইআর দায়ের করেছে একটি হিন্দু সংগঠন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কউন বেনগা ক্রোড়পতির করমবীর পর্বে প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয় একটি প্রশ্ন। যেখানে জিজ্ঞাসা করা হয়, ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা কোন ধর্মগ্রন্থের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন! যার উত্তর দেওয়ার জন্য বিকল্প হিসেবে দেওয়া হয় ৪টি নাম। বিষ্ণু পুরাণ, ভগবত গীতা, ঋকবেদ এবং মনুস্মৃতি। যার উত্তর মনুস্মৃতি হিসেবে চিহ্নিত করা হয়।
উত্তর জানানোর পর বিগ বি-র মুখ থেকে শোনা যায়, ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা মনুস্মৃতির প্রতিলিপি পুড়়িয়ে দিয়েছিলেন। উত্তরের প্রসঙ্গে অমিতাভ যা বলেন, যা হিন্দু ধর্মে আঘাত করেছে বলে করা হয় অভিযোগ। এরপরই এফআইআর দায়ের করা হয়।