Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শান্ত থাকুন, ধৈর্য্য ধরুন! অযোধ্যা রায়ের আগে আহ্বান জামাআতে ইসলামী হিন্দের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর মাত্র ঘন্টাখানেক পরই অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেবে সুপ্রিমকোর্ট। এহেন পরিস্থিতিতে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি বিশেষ নির্দেশ জারি করেছেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক। নির্দেশ জারি করে বলা হয়েছে, ‛বাবরি মসজিদ সংক্রান্ত রায় নিয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনও মন্তব্য বা পোস্ট সোস্যাল মিডিয়াতে করা যাবে না।’

রাজ্যবাসী ও সংঠনের দায়িত্বশীল সহ সব স্তরের কর্মীদের শান্তি বজায় রাখার নির্দেশ প্রদান করেছে জামাআতে ইসলামী। সংগঠনটি জানিয়েছে, বাবরি রায় প্রসঙ্গে কেন্দ্রীয় জামাআত যে বিবৃতি বা নির্দেশ দিবেন তাই ফলো করতে হবে এবং সোস্যাল মিডিয়াতে শুধুমাত্র তাই শেয়ার করতে হবে। নিজের থেকে এই বিষয়ে কোনও পোস্ট শেয়ার বা কোনওরকম মন্তব্য কোনও কর্মী করবে না বলেও নির্দেশ দিয়েছে জামাআত।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!