দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অনন্য প্রতিবাদ করল কেরলের এক গির্জা। সেখানে ক্রিসমাসের আগে ক্যারল গাওয়ার সময় গায়কদের মাথায় ছিল টুপি, গায়িকাদের মাথায় ছিল হেড স্কার্ফ। কেরলের পাথানামিত্তিথা জেলায় কোঝেনচেরিতে সেন্ট টমাস মার টমা চার্চে ওইভাবে ক্যারল গাওয়া হয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
ওই গির্জায় ক্যারল গাওয়া হয়েছে মাপ্পিলা গানের আঙ্গিকে। মাপিল্লা গান ওই অঞ্চলের মুসলিমদের ঐতিহ্যের অঙ্গ। টুপি-স্কার্ফ পরে কেন ক্যারল গাওয়া হল? জবাবে চার্চের অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট ড্যানিয়েল কে ফিলিপ বলেন, ‛মুসলিম ও অপর যে সম্প্রদায়গুলি নাগরিকত্ব আইন নিয়ে চিন্তিত, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
ড্যানিয়েল কে ফিলিপ আরও বলেন, ‛যিশু খ্রিস্ট তাঁর জন্মের পরদিনই উদ্বাস্তু হয়েছিলেন। যাঁরা উদ্বাস্তু হয়েছেন বা হবেন বলে ভয় পাচ্ছেন, তাঁদের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাই। তা হল, আমরাও তোমাদের দুশ্চিন্তার শরিক।’ উল্লেখ্য, চার্চে ক্যারলের ওই ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি পোশাক দেখা চেনা যায় কিনা প্রশ্ন তুলেছেন।
Ah yes — “you can tell who themy are from their clothes “! https://t.co/BQArDRy2hr
— Shashi Tharoor (@ShashiTharoor) December 25, 2019