দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জি নিউজের সাংবাদিক সুধীর চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। খোদ সুধীর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে একথা জানিয়েছেন।
Here’s my Pulitzer Prize for reporting the truth.Sharing the citation— an FIR filed against me by the Kerala police under nonbailable sections.The award for exposing inconvenient facts.A clear msg for media.If u don’t toe the decades old pseudo-secular line you’ll be behind bars. pic.twitter.com/zV3GvNg2YR
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) May 7, 2020
সুধীর নিজের ট্যুইট বলেন, ‛এই হল আমার পুলিৎজার পুরস্কার, সত্য খবর প্রকাশ করার জন্য। আমার বিরুদ্ধে কেরল পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। অসুবিধাজনক তথ্য তুলে ধরার পুরস্কার।
Support Free & Independent Journalism