Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দোরগোড়ায় ওষুধ, খাবার ও বেবি ফুড পৌঁছে দিচ্ছে ‛আপনজন সমন্বয়’ – রক্তও দিচ্ছে ওঁরা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : হোয়াটসঅ্যাপ হোক বা ফোন, খবর পেলেই সাহায্য নিয়ে পৌঁছে যাচ্ছে রাহুল, দেবাশিস, তন্দ্রিল, সুমিত, তৃনা, অভিষেক, দেবাঞ্জলী, নীলাদ্রি, সংযুক্তারা। বাজার করা থেকে ওষুধ কিনে দেওয়া, টাকার সঙ্কট থাকলে খাবারও কিনে দিয়ে আসছেন ওঁরা। শুধু তাই নয়, লকডাউনের মধ্যে এই গ্রুপের সদস্যেরা পালা করে রক্ত দান করতেও চলে যাচ্ছেন ব্লাড ব্যাঙ্কে। অভাবনীয় এই কাজ যাঁরা করছেন তাঁদের গ্রূপটির নাম ‘আপনজন সমন্বয়’।

এটি আসলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপের যাঁরা সদস্য, তাঁদের কেউ কেউ সরকারি-বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত, কেউ এখনও পড়ুয়া, কেউ আবার তথ্যপ্রযুক্তকর্মী। অনেকে আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত। ওঁরা সকলেই নিজের মতো করে শহরবাসীর পাশে দাঁড়াতে চাইছেন। সে কারণে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপের মাধ্যমে নিজেদের ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের চেষ্টা অনেকাংশেই সফল বলে জানাচ্ছেন ওই গ্রুপের সদস্যেরা।

কিছুদিন আগে ওই গ্রুপের সদস্য দেবাশিস রায়ের কাছে লন্ডন থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। মেসেজে জানানো হয়, এক ভদ্রলোকের মা রাজারহাট এলাকায় একা থাকেন। তাঁর কাছে খাবার এবং ওষুধ পৌঁছনোর অনুরোধ করা হয় ওই মেসেজে। বিষয়টি জানার পর দেবাশিস ওই এলাকায় গ্রূপের অন্য এক সদস্য নির্মল ঘোষকে বিষয়টি জানান। সময় নষ্ট না করেই ওই বৃদ্ধার কাছে পৌঁছে যান নির্মল। গিয়ে দেখা যায়, সত্যিই ওই বৃদ্ধা একা।

দেবাশিসবাবু জানান, আগে একজন ছিলেন, তিনি বৃদ্ধার দেখভাল করতেন, লকডাউনের কারণে এখন আর আসছেন না। গত কয়েক দিন ধরে তিনি অসহায় বোধ করছিলেন। আপতত ওই বৃদ্ধাকে ওষুধ, কলা, দুধের প্যাকেট, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে এসেছেন নির্মলবাবু। প্রয়োজন পড়লে ফোন করতেও বলেছেন। ঠিক একই ভাবে ‘আপনজন সমন্বয়’-এর থেকে সাহায্য পাওয়া মমতা ভৌমিক বলেন, ‛আমরা খুবই উপকৃত হয়েছি। ওঁদের অতিরিক্ত টাকাও দিতে চেয়ে ছিলাম। কিন্তু নেননি। এতো ভাবাই যায় না।’

শুধু তাই নয়, লকডাউনের মধ্যে এই গ্রুপের সদস্যেরা পালা করে রক্ত দান করতেও চলে যাচ্ছেন ব্লাড ব্যাঙ্কে। এমনকি কারও রক্তের প্রয়োজন পড়লে রক্তদাতা খুঁজে পেশেন্ট পার্টির সঙ্গে তাঁর যোগাযোগও করিয়ে দিচ্ছে ‘আপনজন সমন্বয়’। ‛আপনজন সমন্বয়’-এর পক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে স্বেচ্ছায় যোগদান করতে আগ্রহী ব্যক্তিরা নিচের তথ্য গুলি পূর্ণ করে পাঠিয়ে দেবেন নিচে দেওয়া যেকোনো একজনের ব্যক্তিগত নম্বরে।

১. নাম :
২. ফোন নাম্বার :
৩. ব্লাডগ্রুপ :
৪. ঠিকানা :
৫. পিনকোড :
৬. জন্ম তারিখ :
৭. শেষ কবে রক্ত দিয়েছেন :
৮. ওজন :
৯. কার মাধ্যমে যুক্ত হলেন :

‛আপনজন সমন্বয়’ জানিয়েছে এখনই রক্ত দিতে হবে এমন ব্যাপার না, শুধু তথ্যটুকু দিয়ে রাখুন। প্রয়োজনে সুবিধামতো তাঁরাই যোগাযোগ করে নেবে।

‘আপনজন সমন্বয়’-এর কয়েক জন সদস্যের ফোন নম্বর—

+91 70010 52951 – অভিষেক নন্দী
+91 91238 37327 – তৃনা সরকার
+91 6291 394 072 – দেবাঞ্জলী ভট্টাচার্য
+91 80018 77537 – নীলাদ্রী নস্কর
+91 80171 78702 – সংযুক্তা ব্যানার্জী
+91 9831972412 – রাহুল সরকার +91 9874988664 – দেবাশিস রায়
+91 8017795110 – তন্দ্রিল দত্ত
+91 9830382216 – সুমিত মণ্ডল

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!