Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিদির শুধু মুখেই বুলি! নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে গেল কেরল সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে গেল কেরল সরকার। নাগরিকত্ব আইনের বিরোধিতা করা রাজ্যগুলির মধ্যে কেরলের পিনারাই বিজয়ন সরকারই প্রথম এই ধরনের পদক্ষেপ করল। সুপ্রিমকোর্টে ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ৬০টি মামলা হয়েছে। যেগুলি সুপ্রিমকোর্টে শুনানিও চলছে। ২০১৫ পাসপোর্ট আইন এবং বিদেশি (সংশোধনী) নির্দেশ আইনকেও চ্যালেঞ্জ জানিয়েছে কেরল সরকার।

কেরল তাদের আবেদনে জানিয়েছে, এই আইন সংবিধানের ১৪, ২১ এবং ২৫ অনুচ্ছেদের বিরোধী। অনুচ্ছেদ ১৪-তে নাগরিকের সমানাধিকারের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ ২১ –এ বলা হয়েছে, আইনের দ্বারা প্রতিষ্ঠিত ছাড়া কোনও নাগরিকের ব্যক্তি স্বাধীনতা হরণ করা যাবে না। অনুচ্ছেদ ২৫-এ বিবেকের স্বাধীনতায় দেশের সব নাগরিক সমান। সিএএ-এনআরসি বিরোধিতায় প্রথম সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিএএ প্রত্যাহার নিয়ে কোনও পদক্ষেপই নেননি মমতা।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!