নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মালাপ্পুরাম : মানব মাইগ্রেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং কেরালা প্রবাসী শ্রমিক আন্দোলনের পূর্ণ সহযোগিতায় কেরালা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ভিন রাজ্যের অতিথি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সামগ্রী সঠিক ভাবে প্রদানের লক্ষ্যে ‛শ্রমিক পরিচয়পত্র’ দেওয়ার কাজ শুরু হয়েছে। মালাপ্পুরাম জেলার পাট্টিকাড এলাকায় প্রায় ৩৮২ জন অতিথি শ্রমিকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
কেরালা প্রবাসী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক এবং মানব মাইগ্রেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মী এমডি উমার ফারুক জানান, ‛লকডাউনের কারনে শ্রমিকদের কাজ নেই, কিছু জায়গায় খাবারেরও সমস্যা হচ্ছে। তাই আগাগোড়াই কেরালা প্রবাসী শ্রমিক আন্দোলন এবং মানব মাইগ্রেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথভাবে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা থেকে শুরু করে সামগ্রিকভাবে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার কাজ করে চলেছে।’
তিনি আরও বলেন, ‛এছাড়া সরকারি সমস্ত সু্যোগ সুবিধা সঠিক ভাবে শ্রমিকদের কাছে পৌঁছানোর কাজ অব্যাহত রেখেছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জারি করা পরিচয়পত্র সকল শ্রমিকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালানো যাচ্ছে।’ তিনি বলেন, ‛আমি আশা করি এই আইডি কার্ডটি শ্রমিকদের খাদ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে সহায়ক হবে।’