দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে ‘সাসটেইনেবল ডেবেলপমেন্ট গোল’ সম্পর্কে নিজের সাম্প্রতিক তথ্যাদি জমা দিল নীতি আয়োগ। আর বৃহস্পতিবারে প্রকাশিত এই তথ্যের নিরিখে দেখা গিয়েছে, উন্নয়নের লক্ষ্যমাত্রার নিরিখে যে তালিকা প্রকাশিত হয়েছে,তাতে দেশে সমস্ত রাজ্যকে টেক্কা দিয়ে প্রথম স্থানে রয়েছে কেরল।
প্রসঙ্গত, দেশের সমস্ত রাজ্য , কেন্দ্রশাসিত অঞ্চলের সামাজিক, আর্থিক, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অগ্রগতিকে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়ন প্রক্রিয়ার দিকই হল সাসটেনবল ডেভেলপমেন্ট গোল বা উন্নয়নের লক্ষ্য মাত্রা। এই নিরিখে ধরে নেওয়া হয় যে , একটি দেশের নির্দিষ্ট এলকা বিভিন্ন দিক থেকে কতটা উন্নয়নের দিকে যাচ্ছে। আর ২০২১ সালে তার সম্পর্কেই তথ্য প্রকাশ করেছে নীতি আয়োগ।
নীতি আয়োগের এই সাম্প্রতিক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কেরল। ১০০ মর মধ্যে বাম শাসিত কেরলের স্কোর ৭৫। তারপরই রয়েছে হিমাচল প্রদেশ। বিজেপি শাসিত এই রাজ্যের স্কোর ৭৪। একই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৭২ পয়েন্ট নিয়ে অন্ধ্রপ্রদেশ তৃতীয়স্থানে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিহার, ঝাড়খণ্ড , অসমের। তাদের স্কোর যথাক্রমে ৫২,৫৬,৫৭। দেশের সার্বিক উন্নয়নের পরিসংখ্যান নীতি আয়োগ বলছে, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যে নীতি আয়োগের তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে এই কয়েক বছরে উন্নয়ন ৬ পয়েন্ট বেড়েছ। ২০১৯ সালে এই পয়েন্ট ছিল ৬০ , আর ২০২১ এ সেই ইনডেক্স পয়েন্ট ৬৬ হয়েছে। নীতি আয়োগ বলছে, এই দেশ জোড়া উন্নয়ন , স্যানিটাউজেশন ও ক্লিন এনার্জির হাত ধরে এসেছে।
২০১৮ সালের ডিসেম্বর থেকে এই তালিকা প্রকাশ্যে এসেছে। এই উন্নয়নের লক্ষ্যমাত্রা ইস্যুতে সেই সময় থেকেই বিভিন্ন রাজ্যের মধ্যেই প্রতিযোগিতা চলেছে। বিশ্বের উন্নয়নের নিরিখে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে কোন জায়গায় রয়েছে তার তথ্য প্রকাশিত হয় এই তালিকায়।