দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরালা পুলিশ বিজয়ন সরকারকে জানিয়ে দিয়েছে যে, এনপিআর করতে গেলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। সে অবস্থায় জনগণনার পদ্ধতিই ভেস্তে যেতে পারে পুরোপুরি। এই পরিস্থিতিতে এনপিআর করতে রাজি নয় কেরালা সরকার। সোমবার কেরালার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
জনগণনা হবে। তবে কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া এনপিআর পদ্ধতিতে নয়। আগে যেমন ভাবে আদমসুমারি হতো, তাই করা হবে রাজ্যে। এমনটাই সরকারি ভাবে ঘোষণা করল কেরালা সরকার। কেরালার বিজয়ন সরকারের যুক্তি, সংবিধান রক্ষা করা এবং জনস্বার্থের গুরুত্ব তাদের প্রথম দেখার বিষয়। সে জন্যই কেরালায় এনপিআর বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন