Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মাত্র ২১ বছর বয়সে দেশের কনিষ্ঠতম মেয়র, নজির গড়লেন কেরলের এসএফআই নেত্রী আরিয়া রাজেন্দ্রন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাত্র ২১ বছর বয়সে দেশের কনিষ্ঠতম মেয়র হতে চলেছেন তিনি। অল্প বয়সে নজির গড়লেন কেরলের এসএফআই নেত্রী আরিয়া রাজেন্দ্রন। কলেজ পড়ুয়া আরিয়া তিরুঅনন্তপুরমের মেয়র হবেন। শুক্রবার সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর বৈঠকে তাঁকেই মেয়র হিসাবে মনোনীত করা হয়েছে।

আরিয়া এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য। সিপিএমের কেশবদেব রোড ব্রাঞ্চ কমিটির সদস্য। এছাড়া বালসঙ্ঘম-এর রাজ্য সভাপতি তিনি। মুরাভানমুগল পুরনিগম নির্বাচনে তিনি সিপিএমের টিকিটে দাঁড়িয়ে তিনি জয়ী হন। তরুণ প্রজন্মের দাবি মেনে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর বৈঠকে তাঁকেই মেয়র হিসাবে মনোনীত করা হয়েছে।

আরিয়া অল সেন্টস কলেজে গণিতের বিএসসির ছাত্রী। এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের অনেককে প্রার্থী করেছিল সিপিএম। আরিয়া তাঁদের মধ্যে অন্যতম। ঐশী ঘোষের মতোই এসএফআই নেত্রী আরিয়া রাজেন্দ্রনের এই সাফল্য সিপিএমের সাংগঠনিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

সিপিএমের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে তুলে আনার অনীহা নিয়ে নানা চর্চা হয়। কিন্তু এভাবে পর পর এসএফআই বিশেষ করে সংগঠনের মহিলা কর্মীরা যেভাবে সামনের সারিতে উঠে আসছেন তাতে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

 

Leave a Reply

error: Content is protected !!