Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক বিক্ষোভে নাজেহাল হরিয়ানার খাট্টার সরকার!‌ বাতিল হতে পারে বিজেপির প্রচার কর্মসূচি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক বিক্ষোভে নাজেহাল হরিয়ানার খাট্টার সরকার!‌ যার জেরে বাতিল হতে পারে বিজেপির প্রচার কর্মসূচি। কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে এদিন কার্নাল জেলার কেমলা গ্রামে প্রচার কর্মসূচি ছিল হরিয়ানার বিজেপি সরকারের। ‘‌কিসান মহাপঞ্চায়েত’‌ কর্মসূচিতে অংশ নিতে এদিন ওই গ্রামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। সভামঞ্চের কাছে একটি জায়গায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল। পুলিশের নিরাপত্তা ভেঙে সেখানেও পৌঁছে যান বিক্ষোভকারী কৃষকরা। চাষিদের হঠাতে তাঁদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। শেষমেশ বাধ্য হয়ে অন্য জায়গায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে অবতরণ করানো হয়। তাতে দেখা গেছে, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

দিল্লি সীমানায় কৃষকদের আন্দোলনের জেরে বিগত কয়েকদিন ধরেই হরিয়ানার বিজেপি–জেজেপি জোট সরকারের নেতা–মন্ত্রীরা চাষিদের বিক্ষোভের মুখে পড়ছেন। কয়েকদিন আগেই অম্বালায় খাট্টারের শোভাযাত্রা রুখে দিয়েছিলেন কৃষকরা। একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। এদিনের ঘটনার পর সূত্রের খবর, ‘‌কিসান মহাপঞ্চায়েত’ আপাতত বাতিল করতে পারে হরিয়ানা সরকার। ‌

টুইটারে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘খাট্টারজি, যাঁরা আমাদের খাবার দেয়, তাঁদের ভাবাবেগের সঙ্গে খেলা বন্ধ করুন। আইন–শৃঙ্খলার দোহাই দেওয়া বন্ধ করুন। আলোচনা চালাতে চাইলে, যাঁরা দিল্লি সীমানায় বিগত ৪৬ দিন ধরে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে কথা বলুন।’‌

 

Leave a Reply

error: Content is protected !!