Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রোজ ৭ হাজার রুটি, ৩০০ কেজি চালের খিচুড়ি! একাই ৩ হাজার মানুষকে খাবার খাওয়াচ্ছেন খিদিরপুরের ব্যবসায়ী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের জেরে কার্যত থেমে গিয়েছে গোটা দেশ। বন্ধ দোকান পাঠ। বন্ধ ব্যবসা। ফিরে গিয়েছেন বহু শ্রমিক, কেউ অপারগ। আর তাঁদের কথা মাথায় রেখেই এক বেনজির সিদ্ধান্ত নিলেন খিদিরপুর পোর্ট এলাকার এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী। শ্রমিকদের ফিরিয়ে দেননি, বরং এই দুর্দিনে তাঁদের পেট চালানোর দায়িত্ব নিয়েছেন তিনি।

লকডাউনের প্রথম দিন থেকেই শ্রমিকদেরও দু-বেলা খাবার খাবার জোগাচ্ছেন তিনি। তাঁদের জন্য রোজ তৈরি হচ্ছে ৭ হাজার রুটি, কখনও ৩০০ কেজি চালের খিচুড়ি। শুধু নিজের শ্রমিক নয় আশেপাশের আটকে পড়া শ্রমিকদেরও দু-বেলা খাবার জোগাচ্ছেন খিদিরপুরের ওই ব্যবসায়ী। ট্রাকে আটকে থাকা পোর্ট এলাকার সমস্ত ড্রাইভার, খালাসী তো খাচ্ছেনই। আশেপাশের বিশেষভাবে সক্ষম মানুষ, পতিতা পল্লীতেও যাচ্ছে খাবার।

সব মিলিয়ে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার লোক খাচ্ছেন। দিন পিছু খরচ প্রায় ৩০ হাজার। অনটনের দিনে কোথায় পাচ্ছেন টাকা? তিনি জানালেন, পারিবারিক সাহায্য আর জমানো পুঁজি দিয়েই এই আকালের দিনে সেবা করছেন অসহায়দের। জমানো পুঁজির পাশাপাশি, ভাই-এর সাহায্যে চলছে এই গোটা কর্মকাণ্ড। আর তাতেই আনন্দ পাচ্ছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!