লখনউ, ১১ নভেম্বর: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সুপরিচিত শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কাফিল খানকে বরখাস্ত করল যোগী সরকার। চার বছর আগে গোরক্ষপুরে শিশুদের হাসপাতালে শিশুদের বাঁচিয়ে শিরোনামে এসেছিলেন ডাঃ কাফিল খান। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকার তাকে বরখাস্ত করেছে, যদিও তার হাতে এখনও আদেশ এসে পৌঁছয়নি। তিনি জানান, এই আদেশ হাতে পেলে তার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাবেন।
গোরক্ষপুরে মৃত্যুর ঘটনায় সাসপেনশনে থাকা ডাঃ কাফিল খান বলেছেন, আদালত থেকে তিনি ক্লিনচিট পেয়েছেন এবং নয়টি তদন্ত হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি ট্যুইটারে বলেন, সরকার অক্সিজেন সরবরাহকারীদের বকেয়া না দেওয়ায় মৃত্যু হয় ৬৩ শিশুর। আটজন ডাক্তার ও কর্মীকে সাসপেন্ড করা হলেও তাদের মধ্যে সাতজনকে ফিরিয়ে আনা হয়েছে। মেডিক্যাল ট্রিটমেন্ট দুর্নীতি নিয়ে ক্লিনচিট পেলেও তাকে বরখাস্ত করা হয়েছে। অভিভাবকরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায়।
ডাঃ কাফিল খান আরও বলেন, আমি জানতাম যে আমি কোন ভুল করিনি এবং আমাদের বিচার বিভাগের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছি। তাই আমি কখনই এই সরকারের কাছ থেকে ন্যায়বিচার আশা করিনি।