আবুধাবি, ২৩ সেপ্টেম্বর: মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় পেল কেকেআর। পরপর দুই ম্যাচে জয় পেয়ে মর্গ্যানের দল উঠে এল চার নম্বরে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮। বৃহস্পতিবার আবুধাবিতে তারা রোহিত শর্মার দলকে হারিয়ে দিল ৮ উইকেটে। মুম্বইয়ের ১৫৫ রান তারা তুলে দিল ২ উইকেট হারিয়েই। আগের ম্যাচে বিরাট কোহলীদের বিরুদ্ধে ৪১ রানে অপরাজিত থাকার পর বৃহস্পতিবার বেঙ্কটেশ আয়ার ৫৩ করলেন। দলকে জেতাতে মুখ্য ভূমিকাও নিলেন।
টসে জিতে নাইট অধিনায়ক মর্গ্যান বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, দুবাইয়ে প্রথমে ব্যাট করে জয়ের নজিরই বেশি। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মর্গ্যানের সিদ্ধান্ত প্রায় ভুল প্রমাণিত হয়ে গিয়েছিল। ক্রিজে নেমে শুরু থেকেই কেকেআর বোলারদের উপর চড়াও হন রোহিত শর্মা এবং কুইন্টন ডি’কক। ব্যক্তিগত ৩৩ রানে আউট হওয়ার আগে পর্যন্ত কেকেআর বোলারদের শাসন করেন রোহিত। ততক্ষণে স্কোরবোর্ডে উঠে গিয়েছে ৭৮ রান।
ওপেনিং জুটি ভাঙতেই ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করে মুম্বই। রোহিতের পর সূর্যকুমার যাদব, ঈশান কিশন কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। শেষপর্যন্ত দেড়শোর গন্ডি পার করে রোহিতের দল। মুম্বই যে গতিতে শুরু করেছিল, তার দ্বিগুণ গতিতে শুরু করলেন কলকাতার ওপেনাররা। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই জোড়া ছক্কার হাঁকিয়ে শুরু করেন কেকেআরের দুই ওপেনার। ভালো শুরু করেও বুমরাহর নিখুঁত ইয়র্কারে ভাঙে শুভমনের স্টাম্প। তিনে ব্যাট করতে নেমে বেঙ্কটেশকে সঙ্গে নিয়ে মুম্বই বোলারদের তুলোধনা করেন রাহুল ত্রিপাঠি।
কেকেআর-এর জয়ের কৃতিত্ব যতটা না বেঙ্কটেশের, ততটাই রাহুলের। ওপেনার হিসেবে এর আগে নিজের জাত চিনিয়েছেন। এ বার তিন নম্বরে নেমেও দলকে ভরসা দিলেন। পরপর কোহলী এবং রোহিতের দলকে হারিয়ে আপাতত টগবগ করে ফুটছে কেকেআর। প্রথমে তাঁর বোলিংয়ের সিদ্ধান্ত প্রথমে মনে হয়েছিল ভুল। ম্যাচ শেষে দেখা গেল, মর্গ্যানই নির্ভুল। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত চার নম্বরে।