দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আইপিএল ২০২০তে প্লে অফের লড়াইয়ে দুবাইয়ে আজ ২ পয়েন্টের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। এদিন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামল কেকেআর। মরণ বাঁচন ম্যাচে এদিন অবশ্য কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান গুরুত্বপূর্ণ টস হেরে বসলেন। ফলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের। শিশির ফ্যাক্টরকে মাথায় রেখেই শুরুতে বোলিং করে নিতে চাইলেন স্মিথ।
আজকে রাসেল-নারিন জুটির কাঁধে ভর করে নাইট রাইডার্স ২ পয়েন্ট নিয়ে প্লে অফে লড়াইয়ে ১৪ পয়েন্টে পৌঁছতে পারে কিনা, সেটাই এখন দেখার। ১৩ ম্যাচ শেষে কেকেআরের নেট রান রেট -০.৪৬৭।