দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নাইটদের হয়ে অভিষেক হচ্ছে আইপিএলে ১৬০ ম্যাচ খেলা হরভজন সিংহ। ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে নাইটদের ‘ক্যাপ’ তুলে দেওয়া হয়। দুই দলের মধ্যে একমাত্র বাঙালি ঋদ্ধিমান সাহা।