Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শারজায় কোহলির আরসিবির মুখোমুখি কেকেআর, রাসেল-নারিনের খেলা নিয়ে সংশয়

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আজ শারজায় আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে জয় পেয়েছে দুই দলই। তবে নাইট শিবিরে মাথাব্যথার কারণ আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন রাসেল। পরে ফিল্ডিং করতে নামলেও আবার উঠে যেতে বাধ্য হন। বোলিং করতে পারেনি। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে অবশ্য জোরকদমে অনুশীলন করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

অন্যদিকে নারিনের সমস্যা সেই বোলিং অ্যাকশন নিয়ে। পাঞ্জাব ম্যাচের সুনীল নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন আম্পায়াররা। আপাতত তাঁকে ওয়ার্নিং লিস্টে রাখা হয়েছে। রাসেল না খেললে তাঁর জায়গায় বিকল্প হিসাবে টম ব্যান্টন কিংবা ক্রিস গ্রিন খেলতে পারেন।

অন্যদিকে রানের মধ্যে রয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে ধারাবাহিক না হলেও এবি ডি ভিলিয়ার্স যে কোনও দিন বড় রান করে দিতে পারেন। দেবদত্ত পাডিক্কল, অ্যারোন ফিঞ্চরা নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন। তেমনই বল হাতে ক্রিস মরিস, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দররা বিরাট ভরসা জোগাচ্ছেন ক্যাপ্টেন কোহলিকে।

Leave a Reply

error: Content is protected !!