Wednesday, November 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ফেসবুকে মহিলার সঙ্গে বন্ধুত্ব, প্রতারণার ফাঁদে পড়ে ৮২ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার ব্যবসায়ী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফেসবুকে এক মহিলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে প্রতারণার ফাঁদে পড়ে ৮২ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার এক ব্যবসায়ী। জানা গেছে, ওই ব্যবসায়ী সল্টলেকের বাসিন্দা। ফেসবুকে পাতানো বান্ধবী ওই ব্যবসায়ীকে হার্বাল বীজ ব্যবসার অংশীদার হতে বলেন। তার জন্য ৮২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আর এই সামগ্রী দেশে তো বটেই, বিদেশের বাজারে বিক্রি করে যা টাকা তিনি বিনিয়োগ করেছেন তার তিনগুণ টাকা রোজগার হবে বলে জানান ওই বিদেশীনী। এর পর কয়েক ধাপে ৮২ লক্ষ টাকা নেওয়ার পর ওই ব্যবসায়ী জানতে পারলেন কোনও মহিলা নয় সেটি প্রতারণা চক্র। কারণ সে কথা বিশ্বাস করে মাস ছয়েকের আলাপে ওই টাকা প্রথমে ১৫ তারপর ৩০ ও তার পরের খেপে বাকিটা দিয়ে দেন ওই ব্যবসায়ী। ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের পর থেকেই যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়।

সল্টলেকের বাসিন্দা ব্যবসায়ী বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সাইবার থানা তদন্তে নেমে দুই বিদেশিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, ডোনাস আরনল্ড প্যাট্রিক এবং বেক আসরো। বিদেশিনী বলে যার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছিলেন ওই ব্যবসায়ী তার ফেসবুক অ্যাকাউন্টটি আদপে ভুয়ো। ‘নাইজেরিয়ান গাং’য়ের তারা সদস্য বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!