দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে কয়লা কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে হানা দেয় সিবিআই। অভিষেকের স্ত্রী নারুলাকে নোটিস ধরাল সিবিআই। কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনেদেন করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। রুজিরাকে সাক্ষী হিসাবেই জি়জ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সিআইপিসি ১৬০ ধারায় এই নোটিস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা প্রতিহিংসা পরায়ণ সাজানো রাজনীতি। অভিষেকের মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহকে হাজিরার নোটিশ পাঠিয়েছিল আদালত। বিজেপির নির্দেশেই যে এই কাজ হচ্ছে তা বাংলার মানুষের কাছে পরিষ্কার।’