দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারের নালন্দার ছোট্ট একটা গ্রাম মারি। এ গ্রামে দিন দিন মুসলিমদের সংখ্যা কমে যাওয়ায় অযত্ন অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল একটি মসজিদ। তাই মুসলিমদের অনুপস্থিতিতে মসজিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় হিন্দুরা।
এএনআই-সূত্রে জানা যায়, মুসলিমরা না থাকলে আজানের সময় হলে হিন্দুরাই পেনড্রাইভে সেভ করা আজান মাইকে বাজিয়ে থাকেন। মসজিদের দেওয়ালে রং করা, মসজিদের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নও করছেন তারা। নিজেদের বাড়ি-ঘরের মতোই পরম মমতায় তারা মসজিদে দেখাশোনা করছেন। ছোট্ট গ্রাম মারির এ বন্ধন ভারতবাসীকে অবাক করেছে।