Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লক্ষ্য একুশের বিধানসভা, বাংলায় এলেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি এসকিউআর ইলিয়াস

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: একুশের বিধানসভার ঘুটি সাজাতে বাংলায় এলেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি এসকিউআর ইলিয়াস। শনিবার রাতে তিনি কলকাতা বিমান বন্দরে নামেন। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান পার্টির রাজ্য কোষাধ্যক্ষ মামুন আকতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,জুলফিকার আলি মোল্লা প্রমুখ।

আগামীকাল কাসেম রসূল ইলিয়াস দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করবেন। আগামী বিধানসভা নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে খবর। দলটির কেন্দ্রীয় সভাপতি পাঁচদিন বাংলায় থাকবেন। ২৯ ডিসেম্বর মালদা টাউন ও ৩০ ডিসেম্বর মুর্শিদাবাদের সুতির সভায় যোগ দেবেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!