দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দুর্নীতির মামলায় চার বছরের সাজা হয়েছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। তিনি রাঁচির জেলে রয়েছেন। আর সেখান থেকেই লালু এনডিএ-র বিধায়ক ভাঙানোর চেষ্টা করছেন। এমনটাই অভিযোগ করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।
টুইটারে একটি ফোন নম্বরও পোস্ট করেছেন তিনি। তাঁর দাবি, ওই নম্বর থেকেই ফোন এসেছে এনডিএ বিধায়কদের কাছে। বলা হয়েছে, স্পিকার নির্বাচনে শাসকজোটের বিরুদ্ধে ভোট দিতে হবে তাঁদের। সব জেনে ওই নম্বরে ফোন করেন মোদী। ফোন ধরেন খোদ লালু। ফাঁস করলেন সুশীল মোদী।
টুইটারে বিজেপি নেতা মোদি লেখেন, ‘আমি যখন ফোন করি, ধরেন লালু। বলেছি, জেল থেকে এই নোংরা খেলা বন্ধ করুন। আপনি সফল হবেন না।’ বিজেপি বিধায়ক লাল্লন যাদবকে টোপ দেওয়ার অডিও রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে। সেই অডিও এখন ভাইরাল। ফোনে উল্টো দিকের কণ্ঠস্বর আরজেডি প্রধানের।