Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যাদব ভোট একত্রিত করতে লালুর দ্বারস্থ অখিলেশ, সাক্ষাৎ ঘিরে জল্পনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোট যত এগিয়ে আসছে, উত্তরপ্রদেশের রাজনৈতিক তোড়জোড় ততই জোরদার হচ্ছে। লালুপ্রসাদ যাদবের সঙ্গে সমাজবাদী পার্টি (এসপি) নেতৃত্বের সাক্ষাতে এ বার তাঁদের জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা জোর পেল। সোমবার দিল্লিতে মুলায়ম সিংহ যাদব এবং অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন লালু।

তাঁরা যদিও এই সাক্ষাৎকে নেহাত ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উল্লেখ করছেন। কিন্তু গেরুয়া শিবিরে ভোটের তৎপরতা যখন চরমে, এই সাক্ষাতকে কাকতালীয় বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-কে হারাতে বদ্ধপরিকর হলেও, কংগ্রেস বা মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি), দুই দলের কারও হাত ধরতে চান না বলে একাধিক বার জানিয়েছেন অখিলেশ।

দলীয় সূত্রে খবর, বড় রাজনৈতিক দলগুলির পরিবর্তে ছোট দলগুলিকে নিয়েই রণকৌশল সাজাতে আগ্রহী অখিলেশ, বিশেষ করে ২০১৭-র ভরাডুবির কথা স্মরণ করে এবং সম্প্রতি বিহারে কংগ্রেসের কারণ আরজেডি-র বিজয়রথ থমকে যাওয়ার কথা মাথায় রেখে। সেই পরিস্থিতিতে লালু, মুলায়ম ও অখিলেশের সাক্ষাৎকে একেবারে অরাজনৈতিক আখ্যা দিতে নারাজ অনেকেই।

 

Leave a Reply

error: Content is protected !!