দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আদালত অবমাননার শাস্তি ১ টাকা জরিমানা। প্রশান্ত ভূষণ মামলায় সোমবার এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিমকোর্টের নির্দেশ, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা হিসেবে এই এক টাকা দিতে হবে প্রশান্ত ভূষণকে।
আদালত জানিয়েছে, জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড হবে অথবা তিন বছরের জন্য তিনি আইনজীবী হিসেবে কোনও মামলায় অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য, তাঁর দু’টি টুইটের জেরে প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত।
২১ তারিখ তাঁর শাস্তি ঘোষণার কথা থাকলেও ২০ অগস্ট তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয়। কিন্তু তিনি ক্ষমা চাইতে রাজি হননি। বরং বলেছিলেন, আদালত যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন। তার পর আজ সোমবার সেই মামলায় রায় দিল সু্প্রিমকোর্টের তিন বিচারপতির বেঞ্চ।