দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে হাইকোর্টে তৃণমূল। আর সেই মামলা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। আর তা নিয়ে শুরু হল বিতর্ক। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি কৌশিক চন্দ ‘বিজেপির সক্রিয় সদস্য’। আর এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা তাঁর এজলাসে কেন গেল তা নিয়ে হাইকোর্টে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। মুখে কালো মাস্ক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও আজ এই মামলার শুনানি হয়নি। বিচারপতি জানিয়েছেন, মামলাকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে। বিচারপতি বলেন, মামলাটির শুনানি আগামী বৃহস্পতিবার হবে।
Who is that person ‘circled’ in both pics ?
Is he Justice Kaushik Chanda of Calcutta High Court ?
Has he been assigned to hear the Nandigram election case ?
Can the judiciary sink any lower ? pic.twitter.com/cBbazffZ35
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) June 18, 2021
এদিন বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ এরপর এই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক সহ তৃণমূলের একাংশ। সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা একজনকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভষণ দিচ্ছেন, সেখানে একজন বসে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা।
বিক্ষোভকারীদের মধ্য থেকে এই প্রশ্নও উঠেছে যে, মামলার ‘রাজনৈতিক গুরুত্ব’ জানার পরেও কেন সেটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে পাঠানো হল? এই নিয়ে টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
With due respect to Judiciary: Justice Kaushik Chanda. He has been assigned to hear the Nandigram Case.@MamataOfficial @abhishekaitc @AITCofficial @nandigram pic.twitter.com/c5PD6Jm4jm
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 18, 2021
তবে মামলার শুনানি পিছিয়ে গেলেও বিক্ষোভ আটকে থাকেনি। বিক্ষোভকারী আইনজীবীদের পক্ষে অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কৌশিক চন্দ একসময় বিজেপি-র সক্রিয় সদস্য ছিলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা তাঁর বেঞ্চে গেলে বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে। আমাদের দাবি, অন্য বেঞ্চে মামলা পাঠানো হোক।’’
উল্লেখ্য, নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি শুরু হতেই হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানান, মামলার শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার। সব পক্ষকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।