দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পদ দেওয়ার পরেও শেষ রক্ষা করতে পারল না বিজেপি । দিন চারেক আগে বর্ধমান শহরে চার নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই পদাধিকারীদের বেশিরভাই তৃণমূলের পতাকা তুলে নিলেন। যার জেরে এলাকায় বিজেপির যুব সংগঠনে বড় ধাক্কা লাগল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।
বর্ধমানের বেড় মোড়ে এক অনুষ্ঠানে পদত্যাগী বিজেপি নেতাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার। তিনি জানিয়েছেন, বিজেপির যুব মোর্চার ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি অমিত অধিকারী, সম্পাদক শুভদীপ হাজরা, বুথ সভাপতি সুপ্রভাত চট্টোপাধ্যায়। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে নেপালবাউল দাস, লিগাল কমিটির সদস্য শেষ বাপন তৃণমূলে যোগ দিয়েছেন। কটাক্ষ করে তৃণমূল নেতা বলেছেন, বিজেপি পদ দেওয়ার লোক পাচ্ছে না। তাই অস্বচ্ছ ব্যক্তিদের বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে যাঁরা ভাল তাঁরা তৃণমূলে ফিরে আসছেন বলেও দাবি করেছেন তিনি।
দলত্যাগী বিজেপি যুব মোর্চার নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতেই এই যোগদান। তাঁদের আরও অভিযোগ, তাঁদের যে পদ দেওয়া হয়েছে তাও জানানো হয়নি। পাশাপাশি পঞ্চম শ্রেণি পাশ এক ব্যক্তিকে লিগাল কমিটির সদস্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে দলত্যাগী নেতাদের তরফে।
বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছে, ২২ ডিসেম্বর কমিটি গড়া হলেও, ২৩ ডিসেম্বর সেই কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে। পাশাপাশা তাদের আরও অভিযোগ, তৃণমূল সন্ত্রাস করে, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে যুব মোর্চার সদস্যদের দলে টানছে। তাদের দাবি তৃণমূলে যোগ দিলেও অনেকেই বলছেন, তাদের মন পড়ে পয়েছে বিজেপিতে। বিজেপি যুব মোর্চার তরফে আরও দাবি করা হয়েছে, বর্ধমানের অনেক তৃণমূল নেতাই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। তবে এই দলবদলে তৃণমূল এলাকায় অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।