Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর মন্ত্রিসভা ত্যাগ, এনডিএ-র বৈঠক বয়কট! এবার রাজ্যসভায় বিরোধী আসনে বসছে শিবসেনা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক প্রায় তিন দশকের পুরনো। যদিও এবার মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে শিবসেনা ও বিজেপির সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। যার জেরে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে আসে শিবসেনা, তারপরে শনিবার যোগ দেয়নি এনডিএর বৈঠকেও। এহেন পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর মুখে শিবসেনা জানতে পেরেছে, সংসদে তাদের আসন বিরোধী বেঞ্চে করে দেওয়া হয়েছে।

রাজ্যসভায় শিবসেনার মোট তিনজন সাংসদ আছেন, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতও রাজ্যসভার সাংসদ। এব্যাপারে সঞ্জয় রাউত বলেছেন, ‛আমরা জানতে পেরেছি যে, সংসদে শিবসেনার দুই সাংসদের আসন বদল করে দেওয়া হয়েছে।’ তাহলে শিবসেনা কি আনুষ্ঠানিক ভাবেই এবার এনডিএ ছাড়ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, আপনারা এ কথা বলতেই পারেন। উল্লেখ্য, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!