Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আগামীকাল ৬০টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বাম-কংগ্রেস-আব্বাসের জোট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার প্রথম দু’দফার ভোটে ৬০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বাম-কংগ্রেস-আব্বাস সিদ্দিকীর সংযুক্ত মোর্চা। এদিন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “গতকালকে যে আলোচনা হয়েছে তাতে ঠিক হয়েছে শুক্রবার ৬০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। এখনও পর্যন্ত সেটাই জানি।” তবে যে যে জায়গায় জটিলতা রয়েছে (মূলত মালদহ ও মুর্শিদাবাদ) তা নিয়ে শনি-রবিবার ফের বৈঠক হতে পারে।

 

মালদহ-মুর্শিদাবাদ নিয়ে কংগ্রেস-আইএসএফ জটিলতা কাটেনি। প্রথম দু’দফার ভোট মূলত জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একটা অংশে। এই দুই পর্বে কংগ্রেসের আসন খুব একটা বেশি নেই। যেখানে হাত চিহ্নের প্রার্থী হবে সেখানে জটিলতাও নেই। তা ছাড়া এই দুই পর্বে আব্বাসের দল যেখানে প্রার্থী দেবে সেই আসনগুলি বামেরা ছেড়ে দিয়েছে। ফলে এই ৬০ আসনে কোনও জট নেই।

 

 

Leave a Reply

error: Content is protected !!