দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যে বিশ্ববিদ্যালয়ে দলিত হওয়ার ‘অপরাধে’ রোহিত ভেমুলাকে আত্মহত্যা করতে হয়েছিল, সেই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জয় পেল বাম ও দলিতদের জোট। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পর এ বার দক্ষিণের রাজ্যের এই বিশ্ববিদ্যালয়েও গেরুয়া শিবিরের হাত থেকে ছাত্র সংসদ ছিনিয়ে নিল বাম-দলিত-আদিবাসী জোট। চলতি মাসেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে ব্যাপক জয় পেয়েছিল বাম ছাত্র জোট।
গতবার বাম ছাত্র সংগঠন এসএফআই আলাদা লড়াই করেছিল। ফলে ভোট কাটাকাটির অঙ্কে সুবিধে হয়েছিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র। এ বার তাই এসএফআই জোটের শরিক হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করে। এসএফআই-এর সঙ্গেই এই জোটে ছিল দুলি স্টুডেন্টস ইউনিয়ন, আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম। ছাত্র সংসদের সবকটি আসনে জয়ী হয়েছে এই জোট। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএফআই-এর অভিষেক নন্দন।