নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : মোদী সরকারের বিলগ্নীকরণ নীতি, লাগাতার পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেল বেসরকারীকরণ ও নানারকম জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, বামফ্রন্টের শ্রমিক সংগঠন সহ কংগ্রেসের শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ ২৪ পরগণার বজবজের বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের রাজ্য কনভেনর সেখ মোজাফফর, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভিন, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মামুন আক্তার হোসেন, আবু তাহের আনসারী, ব্লক সভাপতি সেখ আব্দুল লতিফ, ব্লক সম্পাদক হাবিবুল্লাহ খান, বামফ্রন্টের রিশিকেশ পোদ্দার, আকতার হোসেন, কংগ্রেসের মজিবুর রহমান সহ ট্রেড ইউনিয়নের একাধিক নেতৃত্ব।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, আয়াতুল্লাহ খান সহ বামফ্রন্ট-কংগ্রেসের ট্রেড ইউনিয়নের একাধিক নেতৃত্ব। এছাড়া মুর্শিদাবাদ জেলার বিক্ষোভ ও মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির ব্লক সভাপতি সাবির খান, ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন প্রতিনিধি হামিদ সেখ সহ বামফ্রন্ট ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব।