নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, করিমপুর : গালওয়ানে ভারত-চীন সীমান্ত সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রা ও মৌন মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল নদিয়ার করিমপুরে। শনিবার করিমপুর বাজারে ওই মিছিলের আয়োজন করে এসএফআই ও ডিওয়াইএফআই করিমপুর লোকাল কমিটি।
মিছিলটি করিমপুর রেগুলেটেড মার্কেট-১ নং গেট থেকে শুরু হয়ে করিমপুর বাজার, নেতাজী মুর্তি হয়ে গার্লস স্কুলের সামনে দিয়ে পরিক্রমা করে কবি যতীন্দ্রমোহন বাগচী মুর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানোনো হয়। শারীরিক দূরত্ব বজায় রেখেই প্রায় একশ জন ছাত্র-যুব ছিলেন এদিনের মিছিলে।
মিছিলে নেতৃত্ব দেন সঞ্জীব সেখ, ছাত্রনেতা উতস চন্দ্র, অপূর্ব মণ্ডল। মূলত দেশের বীর সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি চীন -ভারত সীমান্ত সমস্যা দুই দেশের কূটনৈতিক স্তরের উচ্চ পর্যায়ের আধিকারীকদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সহ চীন সীমান্তে দেশের সেনাদের জীবন সুরক্ষিত রেখে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস চালাতে উভয় দেশকেই এগিয়ে আসার দাবীতেই মূলত বাম ছাত্রযুবদের এদিনের এই কর্মসূচী।
ডিওয়াইএফআই নদীয়া জেলা সভাপতি নাদির হোসেন মণ্ডল দৈনিক সমাচারকে জানান, ‛ভারত -চীন যুদ্ধের পরে আবার ৫৩ বছর পর সীমান্তে দেশের সেনাদের রক্ত ঝরলো। যুদ্ধ কখনোই সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না।’ আমাদের দেশের আর কোন জওয়ানের যাতে প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করে দেশের স্বার্থ সুরক্ষিত করেই দুদেশের উচ্চ পর্যায়ের কুটনৈতিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান ও সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।