Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দিনভর আন্দোলনে বাম-ওয়েলফেয়ার-কংগ্রেস জোট! বনধের সমর্থনে শহরে মিছিল, তমলুকে ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সোমবার রাজ‍্যের বিভিন্ন জেলায় যৌথভাবে মিছিল করল বাম-ওয়েলফেয়ার-কংগ্রেস জোট। মহামিছিল করা হয় মহানগরী কলকাতাতেও। তমলুকে জেলা প্রশাসককে ডেপুটেশন দেওয়া হয় জোটের পক্ষ থেকে।

এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে কলকাতায় ওয়েলফেয়ার পার্টি,বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নের যৌথ মহা মিছিল হয়। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন FITU-র রাজ্য সভাপতি সেখ মোজাফফর,ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় শাহাজাদী পারভিন, সহ বাম-কংগ্রেস নেতৃত্ব।

 

Leave a Reply

error: Content is protected !!