Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ফেব্রুয়ারিতেই ব্রিগেডে ঐতিহাসিক সভা করতে চলেছে বামেরা, উপস্থিত থাকতে পারেন রাহুল

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারিতেই ব্রিগেডে ঐতিহাসিক সভা করতে চলেছে বামেরা। আর সে সভায় স্টার বক্তা হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। তৃণমূল এবং বিজেপির মতো লোকবল না থাকলেও পরিকল্পনায় পিছিয়ে নেই বামেরাও । কংগ্রেসকে সঙ্গে নিয়ে এগনোর ঘোষণার পরে এবার ২০২১-এর লক্ষ্যে তাঁরা ব্রিগেডেও সমাবেশ করতে চলেছেন।

সিপিএম সূত্রে খবর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে সভা করতে চলেছে বামেরা। সেই সভায় রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে রাহুলের আসার সম্ভাবনাও প্রবল বলেই সূত্রের খবর। এই সমাবেশের প্রধান ইস্যু হতে চলেছে কেন্দ্রের কৃষি আইন। তবে এই মঞ্চ থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানাবে বামেরা।

রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই জোট করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেছে। প্রথমে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি সময়ের প্রয়োজনে রাজ্যে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোটের অনুমতি দেয়। এরপর কংগ্রেস হাইকমান্ডও জোটের অনুমতি দেয়। ইতিমধ্যে বাম ও কংগ্রেস নেতৃত্ব জোট নিয়ে একাধিক বৈঠক করেছেন। রাজ্যের ২২ জন কংগ্রেস নেতার সঙ্গে জোট নিয়ে ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠক করেছেন রাহুল গান্ধী। বাম ও কংগ্রেসের কোনও বৈঠকে কংগ্রেসের অর্ধেক আসন দাবি করা নিয়ে সিপিএম-এর তরফে জানানো হয়েছিল রাহুল গান্ধীকে। বৈঠকে রাহুল গান্ধী কংগ্রেস নেতাদের সাবধানী হতে পরামর্শ দিয়েছিলেন বলেই জানা যায়। তবে আসন সমঝোতা নিয়ে জোট যাতে না ভাঙে সেই বার্তাও দিয়েছিলেন তিনি।

এখনও বাম ও কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত না হলেও, অধীর চৌধুরী এই জোট নিয়ে আশাবাদী, তিনি মনে করেন, এই জোট পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃতীয় বিকল্প উপহার দিতে পারবেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, এই জোট তৃণমূলের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।

 

Leave a Reply

error: Content is protected !!