দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা রায় ঘোষণার পরপরই দ্রুত রাম মন্দির নির্মাণ প্রক্রিয়া শুরু করে দেওয়ার প্রস্তাব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। শনিবার অযোধ্যা বিতর্কের চূড়ান্ত রায় ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন সঙ্ঘ প্রধান। এদিন তিনি বলেন, ভারতের নাগরিকদের হিন্দু বা মুসলমান বলে আলাদা করে দেখে না আরএসএস। সবাই দেশের নাগরিক। সবাইকেই মিলেমিশে থাকতে হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‛সর্বোচ্চ আদালতের রায়ের মধ্যে দিয়ে দেশের সমস্ত মানুষের আস্থা ও বিশ্বাসকে মর্যাদা দেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে।” এর পরেই তিনি বলেন, ‛অযোধ্যার ওই জমি রাম জন্মভূমি ন্যাসকে দিয়েছে সুপ্রিমকোর্ট। আর সরকারকে বলেছে একটি ট্রাস্টি গঠন করতে। এর পর সবাই মিলে কাজ শুরু করতে হবে মন্দির বানানোর জন্য।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন