দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের একবার পশ্চিমবঙ্গকে ‘গুজরাত বানাবো’ বলে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি গোশালায় গোপাষ্টমীর পুজো দেওয়ার পর একথা বলেন তিনি।
সম্প্রতি একাধিক জায়গায় ‘বাংলাকে গুজরাত বানাবো’ বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা। তাদের দাবি, গুজরাটের সাম্প্রদায়িকতা পশ্চিমবঙ্গে আমদানি করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।
এদিনও দিলীপবাবুর সদর্প ঘোষণা, বাংলাকে গুজরাত বানাবোই, কারও হিম্মত থাকলে আটকে দেখাক। তাঁর দাবি, গুজরাতের যুবকদের যেমন কাজের খোঁজে ভিনরাজ্যে যেতে হয় না ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে তেমনই কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি।