Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কোনো নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোনো নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না দিলে তার লাইসেন্স বাতিল করা হবে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রানাঘাটের সভা থেকে মমতা বলেন, ‘‘অনেক বড় বড় হাসপাতাল কখনও কখনও বলে, আমরা স্বাস্থ্যসাথী করব না। আমরা তাঁদের সঙ্গে মিটিং করে বলব, এই প্রকল্প করতেই হবে।’’

আরও এক ধাপ এগিয়ে এ দিন মমতা হুঁশিয়ারি দেওয়ার সুরেই বলেন, ‘‘আমরা জেলার ছোট ছোট নার্সিংহোমগুলোকে বলছি, স্বাস্থ্যসাথী নিতে হবে। যদি কেউ চিকিৎসা না দেয়, সরকারের হাতে কিন্তু লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে।’’

বিজেপি-র নেতারা কেন্দ্রের ‘আয়ুষ্মান’ প্রকল্প নিয়ে সর্বদা সওয়াল করেন। ওই প্রকল্প চালু না-করায় রাজ্য সরকারকে নিরন্তর আক্রমণ জারি রেখেছেন গেরুয়া শিবিরের নেতারা। কেন্দ্রকে বিঁধে তা নিয়ে মমতার জবাব, ‘‘কিসের আয়ুষ্মান? ওরা (কেন্দ্র) ৬০ টাকা দেবে ৪০ টাকা আপনাকে দিতে হবে। আর স্বাস্থ্যসাথীতে ১০০ টাকাই সরকার দেবে। স্বাস্থ্যসাথী আমার সাথী, আমি নিজেও সদস্য হয়েছি। ওই কার্ডটার দাম ৫ লক্ষ টাকা।’’

 

Leave a Reply

error: Content is protected !!