দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? যেখানে অপরাধের ঘটনা প্রায় নেই বললেই চলে? ১৬৩টি দেশের উপর সমীক্ষা চালিয়ে এই সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে Global Peace Index বা GPI। তালিকায় একেবারে শীর্ষে রয়েছে আইসল্যান্ডের নাম। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেয়েছে ইউরোপের এই দেশ। এছাড়াও তালিকার উপরের দিকে রয়েছে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়া। শান্তিপূর্ণ দেশের তালিকায় ১৬৩-র মধ্যে ১২৬ তম স্থানে রয়েছে ভারত।
Country name | GPI score (1-5) |
Iceland | 1.124 |
Denmark | 1.31 |
Ireland | 1.312 |
New Zealand | 1.313 |
Austria | 1.316 |
Singapore | 1.332 |
Portugal | 1.333 |
Slovenia | 1.334 |
Japan | 1.336 |
Switzerland | 1.339 |