দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রামিত হলেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মহম্মদ সালাহ। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে মিশরের ফুটবল সংস্থা। ফেডারেশনের তরফে ফেসবুক বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, ‘জাতীয় ফুটবল দলের প্রথম মেডিক্যাল টেস্টে দেখা যায়, আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়, লিভারপুল তারকা মহম্মদ সালাহ করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।’
সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, সালাহর শরীরে কোনও উপসর্গ নেই এবং দলের বাকি সদস্যরা করোনা নেগেটিভ। সালাহ মেডিক্যাল প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে রয়েছেন। ডাক্তাররা প্রিমিয়র লিগ ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও আইসোলেশনে রাখা হয়েছে। ফেডারেশন পুনরায় সালাহর করোনা টেস্টের ব্যবস্থা করবে।’