দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লখনউয়ের রাস্তায় নাম-ছবি-ঠিকানা দিয়ে প্রকাশ করে দেওয়া হয়েছিল সিএএ-প্রতিবাদীদের পরিচয়! এই কাজ করার জন্যই এবার এলাহাবাদ হাইকোর্টে প্রশ্নের মুখে যোগী সরকার। হাইকোর্টের বিচারপতি ভর্ৎসনা করে এই ঘটনাকে ‘অত্যন্ত অন্যায়’ বলে মন্তব্য করেছেন।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার, গোটা লখনউ শহরের বিভিন্ন রাস্তাজুড়ে ছেয়ে যায় বড় বড় হোর্ডিং। জমসমক্ষে টাঙানো সেই হোর্ডিংয়ে ছিল ৫৩ জন আন্দোলনকারীর নাম ও অন্যান্য তথ্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই ওই হোর্ডিংগুলি পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে টাঙানো হয়েছে বলে জানা যায়।
হোর্ডিংয়ে থাকা ৫৩ জনের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মহম্মদ শোয়েব, কবি দীপক কবীরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। রয়েছে কংগ্রেসের স্থানীয় মহিলা নেত্রী সাদাফ জাফরও। এর পাশাপাশি পোস্টার ছড়িয়ে প্রচার করা হয়, সিএএ-আন্দোলনকারীদের ধরিয়ে দিলে বা ধরতে সাহায্য করলে পুরস্কার দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps