দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লিভ ইন অর্থাৎ বিয়ে ছাড়াই একসঙ্গে থাকা সামাজিক ও নৈতিক ভাবে স্বীকৃত নয়। এক যুগলের করা একটি পিটিশনের শুনানিতে এই যুগান্তকারী রায় দিয়েছে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট।
১৯ বছরের গুলজা কুমারী ও ২২ বছর বয়সী গুরবিন্দর সিং একটি পিটিশন দাখিল করেন হাইকোর্টে। আদালতে এই যুগল জানান, তাঁরা লিভ ইন করতে শুরু করেছেন। শিগগির তাঁরা বিয়ে করবেন। তাই এই সময়ে তাঁদের যাতে নিরাপত্তা দেওয়া হয় তা যেন আদালত নিশ্চিত করে। কারণ, গুলজার পরিবার তাঁদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তাঁদের দু’জনের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে।
এই পিটিশনের শুনানিতে আদালত বলেছে, “লিভ ইন নৈতিক ও সামাজিক ভাবে স্বীকৃত নয়। তাই আদালত তাঁদের কোনও সুরক্ষা দেবে না।” একই সঙ্গে আদালত গুলজা-গুরবিন্দরের পিটিশন খারিজ করে দিয়েছে।