দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার সাংবাদিক বৈঠকে সেপ্টেম্বরেও লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপাতত লকডাউনের তিনটি দিন জানিয়েছেন মমতা। এদিন মমতা আরও বলেন, নিয়ম মেনে যদি মেট্রো রেল ও লোকাল ট্রেন চলে তাহলে রাজ্যের কোনও সমস্যা নেই।
তাঁর কথায়, “সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মেট্রো রেল এবং লোকাল ট্রেন চলতে পারে ১ সেপ্টেম্বর থেকে। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে ভাল হয়।”
আরও পড়ুন: ব্রেকিং: সেপ্টেম্বরেও পুরো লকডাউন হবে পশ্চিমবঙ্গে, আপাতত তিনটি দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত দু’দিন ধরেই শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের গোড়া থেকেই দেশের বিভিন্ন শহরে মেট্রো পরিষেবা চালু হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মেট্রো চালু করার দাবি জানিয়েছেন। এদিন সে ব্যাপারেই রাজ্যের বক্তব্য জানিয়েছেন মমতা।