দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লাইনচ্যুত হল মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুরে ঢোকার আগে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন কয়েক জন যাত্রী। শনিবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ে হাওড়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ গিরিময়দান থেকে খড়গপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় লোকালটি। লাইনচ্যুত হয়ে ট্রেনটিক একটু কামরা লাইনের পাশের খুঁটিতে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।
আমাদের সাংবাদিকতাকে সরকার ও কর্পোরেট মুক্ত রাখতে আর্থিক সহযোগিতা করুন।